বাতিগুলো জ্বলছে, চুলগুলো উসকোখুসকো
রাস্তাগুলো এখনও খালি কিন্তু বেকারিগুলো খোলা
আমরা বাসায় কেন যাবো? মিউজিক তো এখানেই রয়েছে
অবশ্যই আমরা গানের কথাগুলো জানি না, কিন্তু আমরা গাচ্ছি
সাবওয়েতে দাঁড়িয়ে থাকা কোট পড়া লোকেরা কাজে যাচ্ছে
জিজ্ঞেস কর, কোন পার্টিতে আমরা এখন আছি?
নতুন দিনের সূচনায় আমরা উৎযাপন করি
যেন সকালের মনমড়া মানুষদের জন্য আমরা দুঃস্বপ্নের মত
আমরা এখনও বাসায় ফিরতে চাই না
এই দিনটিকে আমাদের জন্য রাত বানিয়ে দাও
এবং যখন সবাইকে বিছানা থেকে টেনে তোলা হচ্ছে
আমরা এখনও, এখনও, এখনও,
এখনও, এখনও, পূর্ণজাগ্রত, পূর্ণজাগ্রত
জীবন ক্ষণস্থায়ী
আমরা পূর্ণজাগ্রত
এখনও, এখনও, এখনও, এখনও
কেশবিন্যাস সঞ্চয়ের বাইরে চলে গিয়েছে, পদযুগল ইতিমধ্যেই অসাড়
শহরটাকে যেন কেউ টানছে এবং ধূলিঝড় হচ্ছে
যখন অপ্রয়োজনীয় সংগ্রহগুলো দেখি, তখন সূর্যের আলোয় প্রথম দেখতে পাই
তীব্র-কমলা রঙের রুচিহীন কিন্তু উজ্জ্বল ইউনিফর্মগুলো
ঝাড়ুদাররা রাস্তা ঝাড় দিচ্ছে, পর্যটকরা দিক জিজ্ঞেস করছে
“Sorry. Me no speak English” বলে আমরা চালিয়ে দিচ্ছি
নতুন দিনের সূচনায় আমরা উৎযাপন করছি
এখানে ঘুমাও, ওখানে ঘুমাও, আরও অনেক কিছু করতে হবে যে!
আমরা এখনও বাসায় ফিরতে চাই না
এই দিনটিকে আমাদের জন্য রাত বানিয়ে দাও
এবং যখন সবাইকে বিছানা থেকে টেনে তোলা হচ্ছে
আমরা এখনও, এখনও, এখনও,
এখনও, এখনও, পূর্ণজাগ্রত, পূর্ণজাগ্রত
জীবন ক্ষণস্থায়ী
আমরা পূর্ণজাগ্রত
এখনও, এখনও, এখনও, এখনও
আজকের দিনটি এখনও উজ্জ্বল
ঠিক আমাদের মতই
তুমি এখনই চলে যেতে পারো না, এখনও অনেক সময় বাকি
আমি এখানে তোমাকে চাই
আসো, আমরা এ মুহূর্তটিকে ধারণ করে রাখব
আসো, আমরা এ মুহূর্তটিকে ধারণ করে রাখব
সূর্য দোযখের মত উত্তাপ দিচ্ছে
গ্রীষ্মে আবার সকালবেলায় বৃষ্টি হয়
এবং Elyas M'Barek কেকের ভিতর থেকে বের হয়ে আসে
পুলিশের সার্চলাইট এবং প্রতিবেশিরা সজাগ
মনে হচ্ছে বোতলের কর্কগুলো সাড়ে ৪ দিন ধরে টানা উঠানো হচ্ছে
সবগুলো চোখেই উজ্জ্বলতা, দুশ্চিন্তার কোন ছাপ নেই
যাই হোক, NSA আমাদেরকে ধরে ফেলেছে (কচু)
কিন্তু আমরা কোন পাত্তা দেই না, কারণ আমরা জাগ্রত
এখনও, এখনও
এখনও, এখনও, পূর্ণজাগ্রত, পূর্ণজাগ্রত
জীবন ক্ষণস্থায়ী
আমরা পূর্ণজাগ্রত, পূর্ণজাগ্রত
এখনও, এখনও, এখনও, এখনও
এখনও পূর্ণজাগ্রত
পূর্ণজাগ্রত, পূর্ণজাগ্রত
পূর্ণজাগ্রত, পূর্ণজাগ্রত
পূর্ণজাগ্রত, পূর্ণজাগ্রত
এখনও
এখনও
এখনও
এখনও
এখনও