মাঝে মধ্যে আমি চক্ষু মুদে
ভাবি তুমি আছো আমার সাথে
আবেগ অনুশোচনা রাতে
একাকার হয় স্বপ্নে ।।
ওহ! যদি হৃদয় আমমার দেখতে পেতে
যেভাবে অনুভব করি অন্তরে
তুমি জানতে ঠিক কতটা
আমি তোমাকে কাছে পেতে চাই
আমি করতে পারবোনা এমন কিছু নাই
দেখাও আমারে কি আছে বাকি নিয়ন্ত্রন হারাতে
ইছাগুলো আমার সব যেন তোমার অন্তরে
ওহ ওহ! তোমাকে ভালবাসতে ইচ্ছে করে ।
তোমারে সেথায় নিয়ে যেতে চাই, যেখানে আর কেউ নাই
সেগুলো দেখাতে, যা তুমি অনুভবও করনি
ওহ ওহ! তোমাকে ভালবাসতে ইচ্ছে করে ।
ওহ! আমি তোমার চুমুর স্বাদ পেতে চাই
তোমার হাসির উৎস (খোরাক) হতে চাই
তোমারে স্পর্শ করে মন্ত্রমুগ্ধ হব
তেমন হব তোমারে বন্য করে যে
ওহ! তুমি যদি মোর মন বুঝ (পড়)
তুমি জানবে, তুমিই আমার সব, মন চায় যা
তুমি দেখবে নিজেকেই আমার চোখের তারায়
হয়তো বুঝবে আমি চলি কিসের আশায়
আমার মন ঠিক কতটা তোমায় চায় ।
দেখাও আমারে কি আছে বাকি নিয়ন্ত্রন হারাতে
ইছাগুলো আমার সব যেন তোমার অন্তরে
ওহ ওহ! তোমাকে ভালবাসতে ইচ্ছে করে ।
তোমারে সেথায় নিয়ে যেতে চাই, যেখানে আর কেউ নাই
সেগুলো দেখাতে, যা তুমি অনুভবও করনি
ওহ ওহ! তোমাকে ভালবাসতে ইচ্ছে করে ।
তোমাকে ভালবাসতে ইচ্ছে করে
তোমাকে ভালবাসতে ইচ্ছে করে
দেখাও আমারে কি আছে বাকি নিয়ন্ত্রন হারাতে
ইছাগুলো আমার সব যেন তোমার অন্তরে
ওহ ওহ! তোমাকে ভালবাসতে ইচ্ছে করে ।
তোমারে সেথায় নিয়ে যেতে চাই, যেখানে আর কেউ নাই
সেগুলো দেখাতে, যা তুমি অনুভবও করনি
ওহ ওহ! তোমাকে ভালবাসতে ইচ্ছে করে ।
ওহ! আমি তোমারে ভালবাসি
দেখাও আমারে কি আছে বাকি নিয়ন্ত্রন হারাতে
ইছাগুলো আমার সব যেন তোমার অন্তরে
ওহ ওহ! তোমাকে ভালবাসতে ইচ্ছে করে ।
হ্যা, প্রিয়তমা
তোমারে সেথায় নিয়ে যেতে চাই, যেখানে আর কেউ নাই
সেগুলো দেখাতে, যা তুমি অনুভবও করনি
ওহ ওহ! তোমাকে ভালবাসতে ইচ্ছে করে ।
তোমাকে ভালবাসতে ইচ্ছে করে
তোমাকে ভালবাসতে ইচ্ছে করে
তোমাকে ভালবাসতে ইচ্ছে করে
তোমাকে ভালবাসতে ইচ্ছে করে